মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩০৪
- নামাযের অধ্যায়
৩৭. তৃতীয় অনুচ্ছেদ - রমাযান মাসের ক্বিয়াম (তারাবীহ সালাত)
১৩০৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে আবু বকর বলেন, আমি, সাহাবী উবাই ইবনে কা'বকে বলিতে শুনিয়াছি, আমরা রমযান মাসে নামায হইতে ফিরিতাম, আর সেহরী ফউত হইয়া যাইবার আশংকায় খাদেমদিগকে তাড়াতাড়ি খানা প্রস্তুতের জন্য তাকীদ করিতাম। অপর বর্ণনায় আছে, ভোর হইয়া যাওয়ার আশংকায়। —মালেক
كتاب الصلاة
وَعَن عبد الله

بن أبي بكر قَالَ: سَمِعت أبي يَقُولُ: كُنَّا نَنْصَرِفُ فِي رَمَضَانَ مِنَ الْقِيَامِ فَنَسْتَعْجِلُ الْخَدَمَ بِالطَّعَامِ مَخَافَةَ فَوْتِ السَّحُورِ. وَفِي أُخْرَى مَخَافَة الْفجْر. رَوَاهُ مَالك
tahqiqতাহকীক:তাহকীক চলমান