মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৩৮
- নামাযের অধ্যায়
৪১. প্রথম অনুচ্ছেদ - সফরের সালাত
১৩৩৮। তাবেয়ী হযরত হাফস ইবনে আসেম (ইবনে ওমর ইবনুল খাত্তাব) বলেন, আমি মক্কার পথে (আমার চাচা আব্দুল্লাহ্) ইবনে ওমরের সহচর ছিলাম। একদা তিনি আমাদের যোহরের নামায দুই রাকআত পড়াইলেন ; অতঃপর নিজের আবাসে আসিলেন দেখিলেন, কতক লোক দাড়াইয়া আছে। জিজ্ঞাসা করিলেন, ইহারা কি করিতেছে? আমি বলিলাম, তাহারা নফল পড়িতেছে। তিনি বলিলেন, যদি (সফরে) নফল পড়িতেই পারিতাম, তাহা হইলে ফরযকেই পূর্ণ করিতাম। আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর ছিলাম, দেখিয়াছি—তিনি সফরে দুই রাকআতের অধিক কিছু পড়েন নাই। হযরত আবু বকর, ওমর এবং ওসমান গনীরও আমি সহচর ছিলাম, তাহারাও সফরে দুই রাকআতের অধিক কিছু পড়েন নাই। —মোত্তাঃ ।
كتاب الصلاة
بَابُ صَلَاةِ السَّفَرِ
وَعَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ قَالَ: صَحِبْتُ ابْنَ عُمَرَ فِي طَرِيقِ مَكَّةَ فَصَلَّى لَنَا الظُّهْرَ رَكْعَتَيْنِ ثُمَّ جَاءَ رَحْلَهُ وَجَلَسَ فَرَأَى نَاسًا قِيَامًا فَقَالَ: مَا يَصْنَعُ هَؤُلَاءِ؟ قُلْتُ: يُسَبِّحُونَ. قَالَ: لَوْ كُنْتُ مُسَبِّحًا أَتْمَمْتُ صَلَاتِي. صَحِبْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ لَا يَزِيدُ فِي السَّفَرِ عَلَى رَكْعَتَيْنِ وَأَبَا بكر وَعمر وَعُثْمَان كَذَلِك

হাদীসের ব্যাখ্যা:

সফরে হুযূর (ﷺ) ফরয দুই রাকআতের অধিক কিছু নামায পড়িয়াছেন বলিয়াও, অপর হাদীসে রহিয়াছে। সুতরাং ইবনে ওমরের কথার অর্থ এই হইতে পারে যে, হুযূর (ﷺ) অধিকাংশ সফরেই অধিক নামায পড়েন নাই।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)