মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৪৫
- নামাযের অধ্যায়
৪১. দ্বিতীয় অনুচ্ছেদ - সফরের সালাত
১৩৪৫। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন সফর করিতেন এবং নফল পড়ার ইচ্ছা করিতেন, নিজের উটকে কেবলামুখী করিয়া তকবীরে তাহরীমা বলিতেন, অতঃপর তাঁহার সওয়ারী (উট) তাঁহাকে যেদিকে ফিরাইত, তিনি সেদিকে ফিরিয়াই নামায পড়িতেন। —আবু দাউদ
كتاب الصلاة
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَافَرَ وَأَرَادَ أَنْ يَتَطَوَّعَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ بِنَاقَتِهِ فَكَبَّرَ ثُمَّ صَلَّى حَيْثُ وَجهه ركابه. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
ইহাতে বুঝা গেল যে, তকবীরে তাহরীমা কেবলার দিকে ফিরিয়াই করিতে হইবে।