মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৫৮
- নামাযের অধ্যায়
৪২. প্রথম অনুচ্ছেদ - জুমুআর সালাত
১৩৫৮। হযরত আবু বুরদা ইবনে আবু মুসা (রাঃ) বলেন, আমি আমার পিতা আবু মুসাকে বলিতে শুনিয়াছি, তিনি বলেন, আমি শুনিয়াছি, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমুআর দিনের সেই ক্ষণটি সম্পর্কে বলিয়াছেন, উহা ইমামের (মিম্বরে বসা হইতে নামায শেষ হওয়া পর্যন্ত ক্ষণই। —মুসলিম
كتاب الصلاة
بَابُ الْجُمُعَةِ
وَعَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي شَأْنِ سَاعَةِ الْجُمُعَةِ: «هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَن تقضى الصَّلَاة» . رَوَاهُ مُسلم