মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৬৮
- নামাযের অধ্যায়
৪২. তৃতীয় অনুচ্ছেদ - জুমুআর সালাত
১৩৬৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি একদিন “অদ্য আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করিলাম” এই আয়াতটি শেষ পর্যন্ত পাঠ করিলেন, তখন তাঁহার নিকট এক ইহুদী ছিল, সে বলিয়া উঠিল, যদি এই আয়াত আমাদের উপর অবতীর্ণ হইত আমরা উহার অবতীর্ণের দিনকে ঈদ বলিয়া ঘোষণা করিতাম। ইহা শুনিয়া হযরত ইবনে আব্বাস (রাঃ) বলিলেন, ইহা (আমাদের উপর) সেই দিন অবতীর্ণ হইয়াছে, যে দিন এক সঙ্গে দুই ঈদ হইতেছিল—জুমুআর দিন এবং আরাফার (অর্থাৎ, হজ্জের) দিন। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান গরীব।
كتاب الصلاة
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَرَأَ: (الْيَوْمَ أَكْمَلْتُ لكم دينكُمْ)

الْآيَةَ وَعِنْدَهُ يَهُودِيٌّ فَقَالَ: لَوْ نَزَلَتْ هَذِهِ الْآيَةُ عَلَيْنَا لَاتَّخَذْنَاهَا عِيدًا فَقَالَ ابْنُ عَبَّاسٍ: فَإِنَّهَا نزلت فِي يَوْم عيدين فِي وَيَوْم جُمُعَةٍ وَيَوْمِ عَرَفَةَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ

হাদীসের ব্যাখ্যা:

পূর্ণ আয়াতটি এই—“অদ্য আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করিলাম এবং তোমাদের প্রতি আমার নেয়ামতকে সম্পূর্ণ করিলাম। অপিচ ইসলামকে তোমাদের দ্বীনরূপে মনোনীত করিলাম।"
tahqiqতাহকীক:তাহকীক চলমান