মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪০২
- নামাযের অধ্যায়
৪৫. প্রথম অনুচ্ছেদ - খুতবাহ্ ও সালাত
১৪০২। হযরত সাহল ইবনে সা'দ (রাঃ) বলেন, আমরা দুপুরের খানা খাইতাম না এবং বিশ্রামও গ্রহণ করিতাম না জুমুআর পরে ব্যতীত। মোত্তাঃ
كتاب الصلاة
بَابُ الْخُطْبَةِ وَالصَّلَاةِ
وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: مَا كُنَّا نُقِيلُ وَلَا نَتَغَدَّى إِلَّا بَعْدَ الْجُمُعَة