মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪১১
- নামাযের অধ্যায়
৪৫. প্রথম অনুচ্ছেদ - খুতবাহ্ ও সালাত
১৪১১। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোতবা দেওয়ার কালে বলিয়াছেন: যখন তোমাদের কেহ জুমুআর দিনে আসে আর ইমাম তখন খোতবা দিতেছেন, সে যেন দুই রাকআত (নফল) নামায পড়িয়া লয় এবং উহাতে সূরা কেরাআত সংক্ষেপ করে। মুসলিম
كتاب الصلاة
بَابُ الْخُطْبَةِ وَالصَّلَاةِ
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم وَهُوَ يخْطب: «إِذَا جَاءَ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ وَالْإِمَامُ يَخْطُبُ فليركع رَكْعَتَيْنِ وليتجوز فيهمَا» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
'ইমাম খোতবা দিতেছেন' অর্থে এখানে খোতবা দেওয়ার জন্য প্রস্তুত হইতেছেন। কেননা, খোতবার সময় সুন্নত ও নফল নামায পড়া সম্পর্কে সহীহ্ হাদীসে নিষেধ আসিয়াছে। আর সমস্ত সাহাবা ও তাবেয়ীদের এই মত। ইমাম আ'যমও ইহাই বলেন। ইমাম মালেকেরও এই মত। ইমাম শাফেয়ীর মতে এই দুই রাকআত অর্থে তাহিয়্যাতুল মসজিদকেই বুঝান হইয়াছে। তিনি এই হাদীস দ্বারা জুমুআর দিনে তাহিয়্যাতুল মসজিদের দুই রাকআতকে ওয়াজিব বলেন এবং খোতবা আরম্ভ হইলেও উহা পড়িতে বলেন, ইমাম আমদেরও এই মত।