মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪১৩
- নামাযের অধ্যায়
৪৫. দ্বিতীয় অনুচ্ছেদ - খুতবাহ্ ও সালাত
১৪১৩। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) দুইটি খোতবা দান করিতেন এবং যখন তিনি মিম্বরে উঠিতেন, বসিয়া থাকিতেন যে পর্যন্ত না মোআযযেন (আযান দিয়া) অবসর গ্রহণ করিত। অতঃপর তিনি দাঁড়াইতেন এবং খোতবা দান করিতেন। তৎপর বসিতেন এবং কোন কথা বলিতেন না। অতঃপর পুনরায় দাঁড়াইতেন এবং খোতবা দান করিতেন। – আবু দাউদ
كتاب الصلاة
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ خُطْبَتَيْنِ كَانَ يَجْلِسُ إِذَا صَعِدَ الْمِنْبَرَ حَتَّى يَفْرُغَ أُرَاهُ الْمُؤَذِّنَ ثُمَّ يَقُومُ فَيَخْطُبُ ثُمَّ يَجْلِسُ وَلَا يَتَكَلَّمُ ثمَّ يقوم فيخطب. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান