মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৪৫
- নামাযের অধ্যায়
৪৭. দ্বিতীয় অনুচ্ছেদ - দু’ ঈদের সালাত
১৪৪৫। তাবেয়ী হযরত আতা হইতে মুরসালরূপে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) যখন খোতবা দান করিতেন, আপন (বল্লমতুল্য) লাঠির উপর ভর দিতেন। —ইমাম শাফেয়ী
كتاب الصلاة
وَعَنْ عَطَاءٍ مُرْسَلًا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَطَبَ يَعْتَمِدُ عَلَى عنزته اعْتِمَادًا. رَوَاهُ الشَّافِعِي