মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৪৯
- নামাযের অধ্যায়
৪৭. দ্বিতীয় অনুচ্ছেদ - দু’ ঈদের সালাত
১৪৪৯। হযরত আবুল হুওয়াইরিস (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) নাজরানে অবস্থিত (তাঁহার কর্মচারী) আমর ইবনে হাযমের নিকট লিখিয়াছিলেন, বকরা ঈদ তাড়াতাড়ি করিবে আর রোযার ঈদ গৌণে করিবে এবং লোকদের ওয়ায়-নসীহত করিবে। —শাফেয়ী
كتاب الصلاة
وَعَن أبي الْحُوَيْرِث أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتَبَ إِلَى عَمْرِو بْنِ حَزْمٍ وَهُوَ بِنَجْرَانَ عَجِّلِ الْأَضْحَى وَأَخِّرِ الْفِطْرَ وَذَكِّرِ النَّاسَ. رَوَاهُ الشَّافِعِي

হাদীসের ব্যাখ্যা:

'বকরা ঈদ তাড়াতাড়ি করিবে' – যাহাতে মানুষ কোরবানীর গোশত দ্বারা সকালের খানা খাইতে পারে। এই হাদীস হইতে বুঝা গেল যে, হুযুরের যমানায়ই হুযূর (ﷺ) কর্তৃক তাঁহার কোন কোন হাদীস লিপিবদ্ধ করা হইয়াছিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান