মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৭১
- নামাযের অধ্যায়
৪৮. দ্বিতীয় অনুচ্ছেদ - কুরবানী
১৪৭১। সহযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দিনসমূহের মধ্যে এমন কোন দিন নাই যাহাতে আল্লাহরএবাদত করা তাঁহার প্রিয়তর হইতে পারে যিলহজ্জ মাসের প্রথম দশ দিন অপেক্ষা। উহার প্রত্যেক দিনের রোযা এক বছরের রোযার সমান এবং উহার প্রত্যেক রাত্রির নামায কদরের রাত্রির নামাযের সমান। —তিরমিযী ও ইবনে মাজাহ্ । তিরমিযী বলিয়াছেন, হাদীসটির সনদ যয়ীফ।
كتاب الصلاة
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ أَيَّامٍ أَحَبُّ إِلَى اللَّهِ أَنْ يُتَعَبَّدَ لَهُ فِيهَا مِنْ عَشْرِ ذِي الْحِجَّةِ يَعْدِلُ صِيَامُ كُلِّ يَوْمٍ مِنْهَا بِصِيَامِ سَنَةٍ وَقِيَامُ كُلِّ لَيْلَةٍ مِنْهَا بِقِيَامِ لَيْلَةِ الْقَدْرِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ إِسْنَادُهُ ضَعِيف
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসটি যয়ীফ হইলেও অপরাপর হাদীস অনুসারে ওলামাগণ মনে করেন যে, যিলহজ্জ মাসের প্রথম দশ দিন রমযান মাসের শেষ দশ দিন অপেক্ষা উত্তম। কেননা, এ দশ দিনের মধ্যেই হজ্জের দিন রহিয়াছে। (কিন্তু এতদসত্ত্বেও এই দিনগুলিতে আমাদের মধ্যে দারুন উদাসীনতা পরিলক্ষিত হয়। )