মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৭৩
- নামাযের অধ্যায়
৪৮. তৃতীয় অনুচ্ছেদ - কুরবানী
১৪৭৩। তাবেয়ী নাফে (রঃ) হইতে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলিয়াছেন, কোরবানী কোরবানীর দিনের (অর্থাৎ, দশই যিলহজ্জের) পরেও দুই দিন। ইমাম মালেক ইহা বর্ণনা করিয়াছেন
كتاب الصلاة
وَعَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ قَالَ: الْأَضْحَى يَوْمَانِ بعد يَوْم الْأَضْحَى. رَوَاهُ مَالك

হাদীসের ব্যাখ্যা:

হযরত আলী ও ইবনে ওমর (রাঃ) ইহা নিশ্চিত হুযূর (ﷺ) হইতে শুনিয়াই বলিয়াছেন। অন্যথায় এইরূপ বলার অধিকার তাঁহাদের নাই। ইহার অনুসরণে হানাফী ওলামাগণ ১২ তারিখ পর্যন্ত কোরবানী করা জায়েয মনে করেন। অপর হাদীস অনুসারে মালেকী, শাফেয়ী ও হাম্বলীগণ ১৩ তারিখ পর্যন্ত বলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান