মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৮৪
- নামাযের অধ্যায়
৫০. প্রথম অনুচ্ছেদ - সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সালাত
১৪৮৪। হযরত আবু মুসা আশআরী (রাঃ) বলেন, একবার সূর্যগ্রহণ হইল। ইহাতে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিব্যস্ত হইয়া উঠিলেন এবং আশংকা করিতে লাগিলেন, না জানি কেয়ামত হইয়া যায়। তখন তিনি মসজিদে আসিলেন এবং নামায পড়িলেন বহু দীর্ঘ কেয়াম, রুকু ও সিজদা সহকারে, যাহা আমি তাহাকে কখনও করিতে দেখি নাই। অতঃপর বলিলেন: এসকল হইতেছে আল্লাহর নিদর্শন, যাহা তিনি কোন কোন সময় দেখাইয়া থাকেন। ইহারা কাহারও মউত বা হায়াতের কারণে হয় না, ইহা দ্বারা তিনি তাঁহার বান্দাদের ভয় দেখাইয়া থাকেন। সুতরাং তোমরা যখন ইহাদের কোনটি দেখিবে, আল্লাহর স্মরণ করিবে, তাহার নিকট দোআ ও ক্ষমা প্রার্থনায় ব্যস্ত থাকিবে। মোত্তাঃ
كتاب الصلاة
بَابُ صَلَاةِ الْخُسُوْفِ
وَعَنْ أَبِي مُوسَى قَالَ: خَسَفَتِ الشَّمْسُ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَزِعًا يَخْشَى أَنْ تَكُونَ السَّاعَةَ فَأَتَى الْمَسْجِدَ فَصَلَّى بِأَطْوَلِ قِيَامٍ وَرُكُوعٍ وَسُجُودٍ مَا رَأَيْتُهُ قَطُّ يَفْعَلُهُ وَقَالَ: «هَذِهِ الْآيَاتُ الَّتِي يُرْسِلُ اللَّهُ لَا تَكُونُ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ وَلَكِنْ يُخَوِّفُ اللَّهُ بِهَا عِبَادَهُ فَإِذَا رَأَيْتُمْ شَيْئًا مِنْ ذَلِكَ فَافْزَعُوا إِلَى ذِكْرِهِ وَدُعَائِهِ واستغفاره»