মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫০৪
- নামাযের অধ্যায়
৫২. দ্বিতীয় অনুচ্ছেদ - বৃষ্টির জন্য সালাত
১৫০৪। হযরত ওমায়র মাওলা আবিল্লাম (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি নবী করীম (ﷺ)-কে আহজারুযযায়ত নামক স্থানের নিকট যাওরার কাছাকাছি বৃষ্টি প্রার্থনা করিতে দেখিয়াছেন। হুযূর (ﷺ) তখন দাঁড়াইয়া হস্তদ্বয় চেহারার দিকে উঠাইয়া দো'আ করিতেছিলেন এবং বৃষ্টি প্রার্থনা করিতেছিলেন; কিন্তু তাঁহার হস্ত তাঁহার মাথা অতিক্রম করে নাই। –আবু দাউদ। এবং তিরমিযী ও নাসায়ী উহার অনুরূপ বর্ণনা করিয়াছেন।
كتاب الصلاة
وَعَن عُمَيْر مولى آبي اللَّحْم أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَسْقِي عِنْدَ أَحْجَارِ الزَّيْتِ قَرِيبًا مِنَ الزَّوْرَاءِ قَائِمًا يَدْعُو يَسْتَسْقِي رَافِعًا يَدَيْهِ قِبَلَ وَجْهِهِ لَا يُجَاوِزُ بِهِمَا رَأْسَهُ. رَوَاهُ أَبُو دَاوُدَ وروى التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ نَحوه
হাদীসের ব্যাখ্যা:
'যাওরা' মসজিদে নববীর নিকট একটি স্থানের নাম। হুযূর (ﷺ) দো'আতে হাত সাধারণত ছিনা পর্যন্তই উঠাইতেন, কিন্তু দো'আর গুরুত্ব অনুসারে কখনও মাথা পর্যন্ত এবং কখনও উহার উপরেও উঠাইতেন।