মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫০৯
- নামাযের অধ্যায়
৫২. তৃতীয় অনুচ্ছেদ - বৃষ্টির জন্য সালাত
১৫০৯। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে, লোক যখন অনাবৃষ্টির কষ্টে পতিত হইত, হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চাচা আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব-এর উসীলায় আল্লাহর নিকট বৃষ্টি প্রার্থনা করিতেন। তিনি বলিতেনঃ "হে খোদা! আমরা তোমার নিকট প্রথমে আমাদের নবীর উসীলা পেশ করিতাম আর তুমি আমাদের বৃষ্টি দান করিতে, এখন আমরা তোমার নিকট আমাদের নবীর চাচার উসীলা পেশ করিতেছি। তুমি আমাদের বৃষ্টি দান কর। আনাস (রাঃ) বলেন, ইহাতে তাঁহাদিগকে বৃষ্টি দান করা হইত। — বোখারী
كتاب الصلاة
وَعَنْ أَنَسٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ إِذْ قحطوا استسقى بالبعاس بْنِ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ: اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا. قَالَ: فَيُسْقَوْنَ. رَوَاهُ الْبُخَارِيُّ
হাদীসের ব্যাখ্যা:
ইহাতে বুঝা গেল যে, আল্লাহর নিকট কিছু চাওয়ার সময় আল্লাহওয়ালাদের উসীলায় চাওয়া জায়েয। বৃষ্টি প্রার্থনার সময় আল্লাহওয়ালা লোক, অসহায় ও না-বালেগ বাচ্চাদের সঙ্গে রাখা উত্তম।