মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫১৫
- নামাযের অধ্যায়
৫৩. প্রথম অনুচ্ছেদ - ঝড় তুফানের সময়
১৫১৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : 'দুর্ভিক্ষ ইহা নহে যে, তোমরা বৃষ্টি লাভ করিবে না, বরং দুর্ভিক্ষ ইহা যে, তোমরা বৃষ্টির পর বৃষ্টি লাভ করিবে, অথচ যমীন কিছু উৎপাদন করিবে না। মুসলিম
كتاب الصلاة
بَابٌ فِي الرِّيَاحِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَتِ السَّنَةُ بِأَنْ لَا تُمْطَرُوا وَلَكِنِ السَّنَةُ أَنْ تُمْطَرُوا وَتُمْطَرُوا وَلَا تُنْبِتُ الْأَرْضُ شَيْئًا» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
হুযুরের কথার মর্ম এই যে, অনাবৃষ্টিই দুর্ভিক্ষের একমাত্র কারণ নহে; বরং বৃষ্টি হওয়া সত্ত্বেও যমীন ফসল উৎপাদন না করিতে পারে এবং তজ্জন্যও দুর্ভিক্ষ হইতে পারে। বৃষ্টিতে ফসল জ্বলিয়াও যাইতে আমরা দেখিয়াছি। এ জন্যই হুযূর (ﷺ) বৃষ্টির ভাল দিক আল্লাহর নিকট প্রার্থনা করিতেন।