মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫১৮
- নামাযের অধ্যায়
৫৩. দ্বিতীয় অনুচ্ছেদ - ঝড় তুফানের সময়
১৫১৮। হযরত উবাই ইবনে কা'ব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ বাতাসকে গালি দিও না; বরং যখন তোমরা মন্দ কিছু দেখিবে, বলিবে, “হে খোদা! আমরা তোমার নিকট চাইতেছি এই বাতাসের ভাল দিক, উহাতে যাহা ভাল নিহিত রহিয়াছে তাহা এবং যে জন্য নির্দেশিত হইয়াছে তাহার ভাল দিক। আমরা আশ্রয় চাহিতেছি তোমার নিকট এই বাতাসের মন্দ দিক হইতে, উহাতে যাহা মন্দ রহিয়াছে তাহা হইতে এবং উহা যে জন্য নির্দেশিত হইয়াছে তাহার মন্দ দিক হইতে।” – তিরমিযী
كتاب الصلاة
وَعَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تَسُبُّوا الرِّيحَ فَإِذَا رَأَيْتُمْ مَا تَكْرَهُونَ فَقُولُوا: اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ الرِّيحِ وَخَيْرِ مَا فِيهَا وَخَيْرِ مَا أُمِرَتْ بِهِ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ الرِّيحِ وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُمِرَتْ بِهِ . رَوَاهُ التِّرْمِذِيُّ