মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৫৬৯
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৬৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে শিখখীর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আদম সন্তানকে সৃষ্টি করা হইয়াছে, অথচ তাহার পার্শ্বে নিরানব্বইটি বিপদ রহিয়াছে। যদি উহারা সকলেই তাহার ব্যাপারে লক্ষ্যচ্যুত হয়, অন্ততঃ সে বার্ধক্যরূপ বিপদে পতিত হয় এবং অবশেষে মৃত্যুবরণ করে। -তিরমিযী; আর তিনি বলিয়াছেন, এই হাদীসটি গরীব।
كتاب الجنائز
وَعَن عبد الله بن شخير قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مُثِّلَ ابْنُ آدَمَ وَإِلَى جَنْبِهِ تِسْعٌ وَتِسْعُونَ مَنِيَّةً إِنْ أَخْطَأَتْهُ الْمَنَايَا وَقَعَ فِي الْهَرَمِ حَتَّى يَمُوتَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
হাদীসের ব্যাখ্যা:
নিরানব্বইটি বিপদ তাহার পার্শ্বে রহিয়াছে অর্থাৎ, বহু বিপদাপদ তাহাকে ঘিরিয়া রহিয়াছে।