মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৫৯৩
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
১. তৃতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৯৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, একবার মদীনায় এক ব্যক্তি মারা গেল, সে মদীনায়ই জন্মগ্রহণ করিয়াছিল। নবী করীম (ﷺ) তাহার জানাযা পড়াইলেন, অতঃপর বলিলেনঃ আহা! লোকটি যদি তাহার জন্মস্থান ব্যতীত অপর কোথাও মারা যাইত। সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, কেন ইয়া রাসূলাল্লাহ্। হুযুর বলিলেন, যখন কোন ব্যক্তি আপন জন্মস্থান ব্যতীত অপর কোথাও মারা যায়, তাহার জন্য জান্নাতে তাহার জন্মস্থান হইতে তাহার শেষ পদক্ষেপ পর্যন্ত মাপা হয়। — নাসায়ী ও ইবনে মাজাহ্
كتاب الجنائز
وَعَن عبد الله بن عَمْرو قَالَ ك تُوُفِّيَ رَجُلٌ بِالْمَدِينَةِ مِمَّنْ وُلِدَ بِهَا فَصَلَّى عَلَيْهِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا لَيْتَهُ مَاتَ بِغَيْرِ مَوْلِدِهِ» . قَالُوا وَلِمَ ذَاكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «إِنَّ الرَّجُلَ إِذَا مَاتَ بِغَيْرِ مَوْلِدِهِ قِيسَ لَهُ مِنْ مَوْلِدِهِ إِلَى مُنْقَطَعِ أَثَرِهِ فِي الْجَنَّةِ» . رَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
শেষ পদক্ষেপ পর্যন্ত মাপা হয়—অর্থাৎ, ঐ পরিমাণ দূরত্বের সওয়াব তাহাকে দেওয়া হয়। সুতরাং যে যত অধিক দূরে মরিবে, তাহাকে তত অধিক সওয়াব দেওয়া হইবে অথবা ঐ পরিমাণ স্থান তাহাকে জান্নাতে দেওয়া হইবে।