মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬৩২
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয়
১৬৩২। হযরত আব্দুর রহমান ইবনে কা'ব (রাঃ) তাঁহার পিতা হইতে বর্ণনা করেন যে, তিনি (তাহাদিগকে) এই হাদীস বর্ণনা করিতেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মু'মিনের রূহ্ পাখী হইবে এবং বেহেশতের গাছের ফল খাইতে থাকিবে, যাবৎ না উহাকে আল্লাহ্ কিয়ামতের দিন উহার শরীরে ফিরাইয়া দিবেন। —মালেক ও নাসায়ী ; আর বায়হাকী কিতাবুল বা'সে ওয়াননুশূরে
كتاب الجنائز
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبٍ عَنْ أَبِيهِ قَالَ: أَنَّهُ كَانَ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّا نسمَة الْمُؤمن طير طَيْرٌ تَعْلُقُ فِي شَجَرِ الْجَنَّةِ حَتَّى يُرْجِعَهُ اللَّهُ فِي جَسَدِهِ يَوْمَ يَبْعَثُهُ» . رَوَاهُ مَالِكٌ وَالنَّسَائِيّ وَالْبَيْهَقِيّ فِي كتاب الْبَعْث والنشور
হাদীসের ব্যাখ্যা:
এখানে বলা হইয়াছে, 'মু'মিনগণের রূহ্ পাখী হইবে।' উপরের হাদীসে রহিয়াছে, 'পাখীতে হইবে।' মুসলিম ও তাবরানীর হাদীসে রহিয়াছে, 'শহীদগণের রূহ্ পাখীর ঝোলায় হইবে।' সকল বর্ণনার অর্থই — পাখীর ন্যায় উড়িয়া বেহেশতের বাগানের ফল খাইবে (অর্থাৎ, রূপকভাবেই ইহা বলা হইয়াছে।) অথবা রূহ্ পাখীকে বাহনরূপে করিয়াই বেহেশতের ফল খাইবে অথবা পাখীরূপে হইয়াই বেহেশতের ফল খাইবে।
এখানে মনে রাখিতে হইবে যে, পাখীরূপে হইলেও হিন্দুদের পুনর্জন্মের সাথে ইহার কোন সম্পর্ক নাই। কেননা, পুনর্জন্ম মতে রূহ্ অপর যোনিতে হইয়া কর্মফল ভোগের জন্য দুনিয়াতে ফিরিয়া আসে, আর মু'মিনদের রূহ্ দুনিয়াতে আসে না।
এখানে মনে রাখিতে হইবে যে, পাখীরূপে হইলেও হিন্দুদের পুনর্জন্মের সাথে ইহার কোন সম্পর্ক নাই। কেননা, পুনর্জন্ম মতে রূহ্ অপর যোনিতে হইয়া কর্মফল ভোগের জন্য দুনিয়াতে ফিরিয়া আসে, আর মু'মিনদের রূহ্ দুনিয়াতে আসে না।