মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬৩৬
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - মাইয়্যিতের গোসল ও কাফন
১৬৩৬। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমাদের কেহ যখন তাহার ভাইকে কাফন দান করে, যেন উত্তমরূপে কাফন দান
করে তাহাকে। —মুসলিম
كتاب الجنائز
بَابُ غُسْلِ الْمَيِّتِ وَتَكْفِيْنِه
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَفَّنَ أَحَدُكُمْ أَخَاهُ فليحسن كَفنه» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

উত্তম অর্থে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ও পূর্ণ কাফনকেই বুঝান হইয়াছে।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)