মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬৫৩
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৫. প্রথম অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৫৩। তাবেয়ী আব্দুর রহমান ইবনে আবি লায়লা বলেন, সাহাবী যায়দ ইবনে আরকাম (রাঃ) আমাদের জানাযার নামাযে চারি তকবীর বলিতেন; কিন্তু একবার তিনি একটি জানাযায় পাঁচ তকবীর বলিলেন। আমরা তাহাকে ইহার কারণ জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপও করিতেন। —মুসলিম
كتاب الجنائز
الْمَشْيُ بِالْجَنَازَةِ وَالصَّلَاةُ عَلَيْهَا
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ: كَانَ زَيْدُ بْنُ أَرْقَمَ يُكَبِّرُ عَلَى جَنَائِزِنَا أَرْبَعًا وَأَنَّهُ كَبَّرَ عَلَى جَنَازَةٍ خَمْسًا فَسَأَلْنَاهُ فَقَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يكبرها. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

জানাযার নামাযে চারি তকবীরের ব্যাপারে চারি ইমাম একমত। তাঁহাদের মতে হুযূরের শেষ আমলে হুযূর ইহাই করিয়াছিলেন।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)