মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬৮০
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৫. তৃতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৮০। তাবেয়ী হযরত আব্দুর রহমান ইবনে আবু লায়লা বলেন, সাহাবী হযরত সাহল ইবনে হুনাইফ ও সাহাবী হযরত কায়স ইবনে সা'দ (কুফার) কাদেসিয়া নামক স্থানে বসিয়াছিলেন, এমতাবস্থায় তাঁহাদের নিকট দিয়া একটি লাশ লইয়া যাওয়া হইল এবং তাহারা উভয়ে উঠিয়া দাড়াইলেন। তখন তাঁহাদিগকে বলা হইল, ইহা তো স্থানীয় এক অমুসলিম জিম্মির লাশ। উত্তরে তাঁহারা বলিলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট দিয়া এক লাশ অতিক্রম করিল এবং তিনি (তাহার জন্য) দাঁড়াইলেন। তখন তাঁহাকে বলা হইল, ইহা তো একজন ইহুদীর লাশ। উত্তরে হুযূর বলিলেনঃ তাহা কি প্রাণী নহে? (যাহার মৃত্যু হইতে শিক্ষা গ্রহণ করা উচিত।) — মোত্তাঃ
كتاب الجنائز
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ: كَانَ ابْن حنيف وَقيس ابْن سَعْدٍ قَاعِدَيْنِ بِالْقَادِسِيَّةِ فَمُرَّ عَلَيْهِمَا بِجَنَازَةٍ فَقَامَا فَقيل لَهما: إِنَّهَا مِنْ أَهْلِ الْأَرْضِ أَيْ مِنْ أَهْلِ الذِّمَّةِ فَقَالَا: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتْ بِهِ جَنَازَةٌ فَقَامَ فَقِيلَ لَهُ: إِنَّهَا جَنَازَة يَهُودِيّ. فَقَالَ: «أليست نفسا؟»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)