মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬৮৬
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৫. তৃতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৮৬। হযরত আনাস (রাঃ) বলেন, একবার একটি লাশ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পাশ দিয়া অতিক্রম করিল। তিনি উঠিয়া দাঁড়াইলেন, তখন তাঁহাকে বলা হইল যে, ইহা তো একটি ইহুদীর লাশ! তিনি বলিলেনঃ আমি ফিরিশতাদের জন্য দাঁড়াইয়াছি।— নাসায়ী
كتاب الجنائز
وَعَنْ أَنَسٍ أَنَّ جَنَازَةً مَرَّتْ بِرَسُولِ اللَّهِ فَقَامَ فَقِيلَ: إِنَّهَا جَنَازَةُ يَهُودِيٍّ فَقَالَ: «إِنَّمَا قُمْت للْمَلَائكَة» . رَوَاهُ النَّسَائِيّ