মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬৯০
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৫. তৃতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৯০। ইমাম বুখারী তা'লীকরূপে বর্ণনা করিয়াছেন, হযরত হাসান বসরী (রঃ) শিশুর জানাযায় সূরা ফাতেহা পাঠ করিতেন এবং এইরূপ দো'আ করিতেন, “আল্লাহ্ ! তুমি তাহাকে আমাদের জন্য অগ্রগামীরূপে, ব্যবস্থাপকরূপে, রক্ষিত ভাণ্ডাররূপে এবং শ্রমের প্রতিফলরূপে কর।”
كتاب الجنائز
وَعَنِ الْبُخَارِيِّ تَعْلِيقًا قَالَ: يَقْرَأُ الْحَسَنُ عَلَى الطِّفْلِ فَاتِحَةَ الْكِتَابِ وَيَقُولُ: اللَّهُمَّ اجْعَلْهُ لَنَا سلفا وفرطا وذخرا وَأَجرا

হাদীসের ব্যাখ্যা:

‘সালাফ’— অর্থ যে আগে মরে, মৃত্যুতে অগ্রগামী। 'ফারাৎ' — মানে পর্যটক দলের মধ্যে যে ব্যক্তি আগে যাইয়া সম্মুখের মনযিলের ব্যবস্থাপনা করে। 'যুখরা'—অর্থ রক্ষিত ধনভাণ্ডার যাহা বিপদে কাজে আসে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান