মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬৯১
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৫. তৃতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৯১। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ শিশুর জানাযা পড়া হইবে না, সে কাহারও উত্তরাধিকারী হইবে না এবং তাহারও কেহ উত্তরাধিকারী হইবে না যদি না সে জন্মিয়া চীৎকার করে। — তিরমিযী ও ইবনে মাজাহ্
কিন্তু ইবনে মাজাহ্ “তাহারও কেহ উত্তরাধিকারী হইবে না”-এর উল্লেখ করেন নাই।
কিন্তু ইবনে মাজাহ্ “তাহারও কেহ উত্তরাধিকারী হইবে না”-এর উল্লেখ করেন নাই।
كتاب الجنائز
وَعَنْ جَابِرٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الطِّفْلُ لَا يُصَلَّى عَلَيْهِ وَلَا يَرِثُ وَلَا يُوَرَّثُ حَتَّى يَسْتَهِلَّ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ إِلَّا أَنَّهُ لَمْ يَذْكُرْ: «وَلَا يُورث»
হাদীসের ব্যাখ্যা:
আমাদের হানাফী মাযহাব এ ব্যাপারে এ হাদীসেরই অনুসরণ করে।