মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬৯২
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৫. তৃতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৯২। হযরত আবু মাসউদ আনসারী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইমামকে উপরে এবং মোক্তাদীগণকে নীচে দাঁড়াইতে নিষেধ করিয়াছেন। —দারা কুতনী তাঁহার মোজতাবায় জানাযা অধ্যায়ে
كتاب الجنائز
وَعَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَقُومَ الْإِمَامُ فَوْقَ شَيْءٍ وَالنَّاسُ خَلْفَهُ يَعْنِي أَسْفَلَ مِنْهُ. رَوَاهُ الدراقطني وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটি জানাযার নামায অধ্যায়ে স্থাপিত হইলেও ইহা সকল নামাযের পক্ষে সমানভাবে প্রযোজ্য।