মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬৯৪
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৬. প্রথম অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৬৯৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফে একটি লাল চাদর (বিছাইয়া) দেওয়া হইয়াছিল। —মুসলিম
كتاب الجنائز
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: جُعِلَ فِي قَبْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَطِيفَةٌ حَمْرَاء. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
ওলামাদের মতে কবরে বিছানা দেওয়া মাকরূহ। হুযূরের খাদেম শুকরান সাহাবীদের অগোচরেই ইহা হুযূরের লহদে বিছাইয়া দিয়াছিলেন। অপর এক বর্ণনায় রহিয়াছে, তিনি ইহাও বলিয়াছিলেন যে, “আল্লাহর কসম, আপনার পর আপনার এই চাদর আর কাহাকেও পরিতে দিব না।” কেহ কেহ বলেন, ইট পাতার পূর্বে ইহা বাহির করিয়া লওয়া হইয়াছিল। আর কেহ বলেন, ইহা নবী করীম (ﷺ)-এর বৈশিষ্ট্য; অপর কাহারও জন্য এরূপ করা বিধেয় নহে। খোলাফায়ে রাশেদীনের জন্যও এরূপ করা হয় নাই।