মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৭০৭
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭০৭। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, যখন কোন মুর্দাকে কবরে রাখা হইত নবী করীম (ﷺ) বলিতেনঃ "বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি।” অপর বর্ণনায় রহিয়াছে, ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহি। অর্থাৎ, আল্লাহর নামে, আল্লাহর সাহায্যে, রাসূলুল্লাহর দ্বীনের উপরে বা রাসূলুল্লাহর তরীকের উপরে (রাখা হইতেছে)। —আহমদ, তিরমিযী ও ইবনে মাজাহ্ । আবু দাউদের বর্ণনায় দ্বিতীয়টি।
كتاب الجنائز
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَدْخَلَ الْمَيِّتَ الْقَبْرَ قَالَ: «بِسم الله وَبِاللَّهِ وعَلى مِلَّةِ رَسُولِ اللَّهِ» . وَفِي رِوَايَةٍ: وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَرَوَى أَبُو دَاوُد الثَّانِيَة