মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৭১১
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭১১। হযরত মোত্তালেব ইবনে আবু ওদাআহ্ (রাঃ) বলেন, যখন ওসমান ইবনে মাযউন ইন্তেকাল করিলেন, তাঁহার লাশ বাহিরে আনা হইল, অতঃপর দাফন করা হইল। নবী করীম (ﷺ) এক ব্যক্তিকে হুকুম দিলেন, তাঁহার নিকট একটি পাথর আনিতে; কিন্তু সে উহা উঠাইতে পারিল না। (ইহা দেখিয়া) রাসূলুল্লাহ্ (ﷺ) স্বয়ং পাথরের দিকে গেলেন এবং আপন দুই হাতের আস্তিন গুটাইলেন। মোত্তালেব বলেন, যে ব্যক্তি নিজে হুযূর (ﷺ)-এর এই ঘটনা প্রত্যক্ষ করিয়া আমাকে বলিয়াছেন, তিনি বলেন, আমি যেমন এখনও রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বাহুদ্বয়ের শুভ্রতা প্রত্যক্ষ করিতেছি, যখন তিনি হাতের আস্তিন গুটাইয়াছিলেন। অতঃপর হুযূর উহা উঠাইলেন এবং নিজে নিয়া তাহার কবরের শিরানায় স্থাপন করিলেন, অতঃপর বলিলেনঃ ইহাতে আমি আমার ভাইয়ের কবর চিনিতে পারিব এবং আমার পরিবারের কেহ মারা গেলে তাহার নিকট দাফন করিতে পারিব। —আবু দাউদ
كتاب الجنائز
وَعَنِ الْمُطَّلِبِ بْنِ أَبِي وَدَاعَةَ قَالَ: لَمَّا مَاتَ عُثْمَان ابْن مَظْعُونٍ أُخْرِجَ بِجَنَازَتِهِ فَدُفِنَ أَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا أَنْ يَأْتِيَهُ بِحَجَرٍ فَلم يسْتَطع حملهَا فَقَامَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَسَرَ عَنْ ذِرَاعَيْهِ. قَالَ الْمُطَّلِبُ: قَالَ الَّذِي يُخْبِرُنِي عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ ذِرَاعَيْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ حَسَرَ عَنْهُمَا ثُمَّ حَمَلَهَا فَوَضَعَهَا عِنْدَ رَأْسِهِ وَقَالَ: «أُعَلِّمُ بِهَا قَبْرَ أَخِي وَأَدْفِنُ إِلَيْهِ مَنْ مَاتَ من أَهلِي» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

ওসমান ইবনে মাযউন হুযুরের নিকট-আত্মীয় ছিলেন। পরবর্তীকালে হুযূর আপন আত্মীয়দের তাঁহার নিকটই দাফন করিয়াছেন। বলা হয়, এই পাথরখানি মারওয়ানের পরে তাঁহার শিরানা হইতে হযরত ওসমান ইবনে আফ্ফানের শিরানায় স্থাপন করা হইয়াছে। এই হাদীস হইতে বুঝা গেল, পাথর বা অপর কিছু দ্বারা কবরের নিশান রাখা জায়েয। মোত্তালেব নিজেও একজন সাহাবী ছিলেন। নিজে ঘটনা প্রত্যক্ষ না করায় অপর সাহাবীর মাধ্যমে বর্ণনা করিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান