মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৭১৫
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৬. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭১৫। হযরত আনাস (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কন্যা (উম্মে কুলসুম)-এর দাফনে হাজির হইলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) তখন কবরের পাড়ে বসা আছেন, আমি দেখিলাম, তখন তাঁহার দুই চক্ষু অশ্রু বিসর্জন দিতেছিল। এ সময় তিনি বলিলেনঃ তোমাদের মধ্যে কি কেহ এমন আছে, যে এ রাতে স্ত্রী-সহবাস করে নাই? তখন আবু তালহা বলিলেন, (হুযূর !) আমি আছি। হুযুর বলিলেন, তুমি তাহার কবরে প্রবেশ কর (এবং তাহাকে নামাও)। তখন আবু তালহা তাহার কবরে প্রবেশ করিলেন। —বুখারী
كتاب الجنائز
عَنْ أَنَسٍ قَالَ: شَهِدْنَا بِنْتَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُدْفَنُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ عَلَى الْقَبْرِ فَرَأَيْتُ عَيْنَيْهِ تَدْمَعَانِ فَقَالَ: هَلْ فِيكُمْ مَنْ أَحَدٍ لَمْ يُقَارِفِ اللَّيْلَةَ؟ . فَقَالَ أَبُو طَلْحَةَ: أَنَا. قَالَ: فَانْزِلْ فِي قَبْرِهَا فَنَزَلَ فِي قبرها . رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

কবরে রাখিবার পক্ষে স্বামী বা মাহরাম আত্মীয়ই উপযোগী। এখানে তাঁহার পিতা হুযূর (ﷺ) এবং তাঁহার স্বামী হযরত ওসমানের কোন ওযর ছিল বলিয়াই মনে হয়।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)