মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৭৩৩
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৩৩। হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আশ্চর্য ব্যাপার মু'মিনের, যদি তাহার প্রতি কোন কল্যাণ বর্তায়, সে আল্লাহর প্রশংসা করে ও কৃতজ্ঞতা প্রকাশ করে, আর যদি বিপদ বর্তায়, তাহা হইলেও সে আল্লাহর প্রশংসা করে এবং সবর করে। সুতরাং মু'মিন তাহার প্রত্যেক কাজেই সওয়াব লাভ করে, এমন কি সে আপন স্ত্রীর মুখে যে খাদ্য লোকমাটি দিয়া থাকে তাহাতেও। —বায়হাকী শোআবুল ঈমানে
كتاب الجنائز
وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَجَبٌ لِلْمُؤْمِنِ: إِنْ أَصَابَهُ خَيْرٌ حمد الله وَشَكَرَ وَإِنْ أَصَابَتْهُ مُصِيبَةٌ حَمِدَ اللَّهَ وَصَبَرَ فالمؤمن يُؤْجَرُ فِي كُلِّ أَمْرِهِ حَتَّى فِي اللُّقْمَةِ يَرْفَعُهَا إِلَى فِي امْرَأَتِهِ. رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شعب الْإِيمَان

হাদীসের ব্যাখ্যা:

'স্ত্রীর মুখে' ইহাতে বুঝা গেল যে, মোবাহ কাজের জন্যও সওয়াব পাওয়া যায়, যদি সওয়াবের নিয়ত করা হয় অথবা উহার দ্বারা কোন হারাম কাজ হইতে বাঁচা যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান