মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৭৪৬
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৪৬। হযরত আবু মুসা আশআরী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ যে কোন ব্যক্তি মরে, আর তাহার খান্দানের রোদনকারীরা তাহার জন্য রোদন আরম্ভ করে এবং বলে যে, হে আমার পর্বততুল্য অমুক! হে আমার মুরবী অমুক! অথবা ইহার অনুরূপ কিছু, তখন আল্লাহ্ তা'আলা তাহার জন্য দুইজন ফিরিশতা নিযুক্ত করেন, যাহারা তাহার বুকে ঘুষি মারে এবং বলে যে, তুমি এইরূপ ছিলে নাকি ? —তিরমিযী, এবং তিনি বলিয়াছেন, ইহা গরীব; কিন্তু হাসান।
كتاب الجنائز
وَعَنْ أَبِي مُوسَى قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَا من ميت يَمُوت فَيقوم باكيهم فيقولك: واجبلاه واسيداه وَنَحْوَ ذَلِكَ إِلَّا وَكَّلَ اللَّهُ بِهِ مَلَكَيْنِ يَلْهَزَانِهِ وَيَقُولَانِ: أَهَكَذَا كُنْتَ؟ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَسَنٌ