মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৮১৭
- যাকাতের অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - ফিত্বরার বর্ণনা
১৮১৭। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, একবার তিনি রমযানের শেষের দিকে বলিলেন, তোমরা তোমাদের রোযার যাকাত আদায় কর। রাসূলুল্লাহ্ (ﷺ) প্রত্যেক স্বাধীন ব্যক্তি ও কৃতদাস, পুরুষ ও নারী এবং ছোট ও বড় সকলের উপরে এই যাকাত এক সাআ খেজুর ও যব অথবা আধা সাআ গম নির্ধারণ করিয়াছেন। —আবু দাউদ ও নাসায়ী
كتاب الزكاة
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: فِي آخِرِ رَمَضَانَ أخرجُوا صَدَقَة صومكم. فرض رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذِهِ الصَّدَقَةَ صَاعًا مِنْ تَمْرٍ أَوْ شَعِيرٍ أَوْ نِصْفَ صَاعٍ مِنْ قَمْحٍ عَلَى كُلِّ حُرٍّ أَوْ مَمْلُوكٍ ذَكَرٍ أَوْ أُنْثَى صَغِيرٍ أَوْ كَبِيرٍ. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ