মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৮২৬
- যাকাতের অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - যাকাত যাদের জন্য হালাল নয়
১৮২৬। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া কবুল করিতেন এবং উহার প্রতিদান করিতেন। —বুখারী
كتاب الزكاة
بَابٌ مِمَّنْ لَا تَحِلُّ لَهُ الصَّدَقَةُ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ الْهَدِيَّة ويثيب عَلَيْهَا. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
কাহারও হাদিয়া গ্রহণ করিয়া উহার বিনিময়ে কিছু দেওয়া মোস্তাহাব।