মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৮৫৬
- যাকাতের অধ্যায়
৪. তৃতীয় অনুচ্ছেদ - যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল
১৮৫৬। হযরত ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা তিনি বলিলেন, জানিয়া রাখ, হে লোক সকল! লালসা হইতেছে অভাব এবং নিরাশা হইতেছে তাওয়াঙ্গারী। যখন মানুষ কোন বিষয়ে নিরাশ হইয়া যায় (অর্থাৎ, উহার জন্য অন্যের নিকট আশা পোষণ ত্যাগ করে), তখন সে সম্পর্কে সে বে-নিয়ায় হইয়া যায়। —রযীন
كتاب الزكاة
وَعَن عمر رَضِي الله عَنهُ قَالَ: تَعْلَمُنَّ أَيُّهَا النَّاسُ أَنَّ الطَّمَعَ فَقْرٌ وَأَنَّ الْإِيَاسَ غِنًى وَأَنَّ الْمَرْءَ إِذَا يَئِسَ عَن شَيْء اسْتغنى عَنهُ. رَوَاهُ رزين