মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮৭৩
- যাকাতের অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৭৩। হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ বেহেশতে প্রবেশ করিবে না প্রতারক, কৃপণ এবং যে ব্যক্তি দান করিয়া খোটা দেয়। —তিরমিযী
كتاب الزكاة
وَعَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَدْخُلُ الْجَنَّةَ خِبٌّ وَلَا بَخِيلٌ وَلَا منان» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

‘বেহেশতে প্রবেশ করিবে না' – অর্থাৎ, প্রথমে প্রবেশ করিতে পারিবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান