মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৮৭৪
- যাকাতের অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৭৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কাহারও মধ্যে যে সকল মন্দ স্বভাব হইতে পারে তন্মধ্যে এই দুইটি হইল অতি মন্দ। অন্তর অস্থিরকারী কৃপণতা এবং ভীতি প্রদর্শনকারী কাপুরুষতা। –আবু দাউদ। এবং আবু হুরায়রা (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীস — لَا يَجْتَمِعُ الشُّحُّ وَالْإِيمَانُ জেহাদ অধ্যায়ে আমরা বর্ণনা করিব ইনশাআল্লাহ্ ।
كتاب الزكاة
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «شَرُّ مَا فِي الرَّجُلِ شُحٌّ هَالِعٌ وَجُبْنٌ خَالِعٌ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
وَسَنَذْكُرُ حَدِيثَ أَبِي هُرَيْرَةَ: «لَا يَجْتَمِعُ الشُّحُّ وَالْإِيمَانُ» فِي كِتَابِ الْجِهَاد إِن شَاءَ الله تَعَالَى
وَسَنَذْكُرُ حَدِيثَ أَبِي هُرَيْرَةَ: «لَا يَجْتَمِعُ الشُّحُّ وَالْإِيمَانُ» فِي كِتَابِ الْجِهَاد إِن شَاءَ الله تَعَالَى
হাদীসের ব্যাখ্যা:
কৃপণ দান করিতে চাহিলে তাহার অন্তর বেকারার হইয়া যায় এবং কাপুরুষ জেহাদের নামেই ভয় পায়।