মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ১৯৮২
- রোযার অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - সওম পর্বের বিক্ষিপ্ত মাস্আলাহ্
১৯৮২। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ তোমরা সেহরী খাইবে। কেননা, সেহরীতে বরকত রহিয়াছে। —মোত্তাঃ
كتاب الصوم
بَابُ فِىْ مسَائِلٍ مُّتَفَرِّقَةٍ مِّنْ كِتَابِ الصَّوْمِ
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بركَة»

হাদীসের ব্যাখ্যা:

শেষ রাত্রির খাওয়াকে 'সেহরী' বলে। সেহরী খাওয়া সুন্নত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান