মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ১৯৮৪
- রোযার অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - সওম পর্বের বিক্ষিপ্ত মাস্আলাহ্
১৯৮৪। হযরত সাহল ইবনে সা'দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : মানুষ কল্যাণের সাথে থাকিবে যতকাল তাহারা শীঘ্র শীঘ্র ইফতার করিবে। — মোত্তাঃ
كتاب الصوم
وَعَنْ سَهْلٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ»

হাদীসের ব্যাখ্যা:

সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতার করা সুন্নত, তবে সূর্য অস্ত গেল কিনা তাহা ভাল করিয়া জানিয়া লইবে। সূর্যাস্তের পূর্বেই ইফতারী সামনে লইয়া অপেক্ষা করা মোস্তাহাব। পেটে ভুখ, খাওয়ার জিনিস সামনে, তবু আল্লাহর হুকুমের অপেক্ষা করিতেছে। ইহা আল্লাহর সন্তুষ্টির কারণ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান