মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০০২
- রোযার অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - সওম পবিত্র করা
২০০২। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজ্জের ইহরাম অবস্থায় শিঙ্গা লইয়াছেন এবং রোযা অবস্থায়ও শিঙ্গা লইয়াছেন। —মোত্তাঃ
كتاب الصوم
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ وَهُوَ مُحْرِمٌ وَاحْتَجَمَ وَهُوَ صَائِمٌ
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীস অনুসারে ইমাম আবু হানীফা (রঃ) বলেন, রোযা অবস্থায় শিঙ্গা লওয়া জায়েয। ইমাম মালেক ও শাফেয়ীরও এই মত।