মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০০৫
- রোযার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - সওম পবিত্র করা
২০০৫। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) রোযা অবস্থায় তাঁহাকে চুম্বন করিতেন এবং তাহার জিহ্বা চুসিতেন। —আবু দাউদ
كتاب الصوم
عَن عَائِشَة: أَن الني صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِم ويمص لسنانها. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

মুহাদ্দেসগণ হাদীসটিকে যঈফ ও অনির্ভরযোগ্য বলিয়া মনে করেন। —মিরকাত
tahqiqতাহকীক:তাহকীক চলমান