মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০১৭
- রোযার অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - সওম পবিত্র করা
২০১৭। ইমাম বুখারী তা'লীকরূপে বর্ণনা করিয়াছেন যে, হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর প্রথমে রোযা অবস্থায় শিঙ্গা লইতেন অতঃপর উহা ছাড়িয়া দিয়াছিলেন এবং রাতেই তিনি শিঙ্গা লইতেন।
كتاب الصوم
وَعَنِ الْبُخَارِيِّ تَعْلِيقًا قَالَ: كَانَ ابْنُ عُمَرَ يَحْتَجِمُ وَهُوَ صَائِمٌ ثُمَّ تَرَكَهُ فَكَانَ يَحْتَجِمُ بِاللَّيْلِ

হাদীসের ব্যাখ্যা:

শিঙ্গা লওয়ার কারণে দুর্বল হইয়া পড়ার আশংকা থাকিলে রোযার সময় রাত্রিতে শিঙ্গা লওয়াই উত্তম। দিনে লওয়াকে কেহ কেহ মরূহ বলিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান