মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০১৮
- রোযার অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - সওম পবিত্র করা
২০১৮। তাবেয়ী হযরত আতা (রঃ) বলেন, যদি কেহ রোযাতে কুল্লি করে অতঃপর মুখের পানি সম্পূর্ণ ফেলিয়া দেয়, থুথু এবং মুখে যাহা অবশিষ্ট আছে তাহা গিলিয়া ফেলিলে তাহার ক্ষতি হইবে না। কিন্তু 'ইলক'কে যেন না চিবায়, তবে ইলকযুক্ত থুথুকে যদি গিলিয়া ফেলে তাহাতে আমি বলি না যে, তাহার রোযা নষ্ট হইয়া গিয়াছে; কিন্তু এইরূপ করা নিষেধ বা মকরূহ। —বুখারী তরজমায়ে বাবে।
كتاب الصوم
وَعَن عَطاء قَالَ: إِن مضمض ثُمَّ أَفْرَغَ مَا فِي فِيهِ مِنَ الْمَاءِ لَا يضيره أَنْ يَزْدَرِدَ رِيقَهُ وَمَا بَقِيَ فِي فِيهِ وَلَا يَمْضُغُ الْعِلْكَ فَإِنِ ازْدَرَدَ رِيقَ الْعِلْكَ لَا أَقُولُ: إِنَّهُ يُفْطِرُ وَلَكِنْ يُنْهَى عَنْهُ. رَوَاهُ الْبُخَارِيُّ فِي تَرْجَمَةِ بَابٍ
হাদীসের ব্যাখ্যা:
'ইলক' দাঁত শক্ত করার আঠাল দ্রব্যবিশেষ।