মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০২৩
- রোযার অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - মুসাফিরের সওম
২০২৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মক্কা বিজয়ের বৎসর) রমযান মাসে মদীনা হইতে মক্কার দিকে রওয়ানা হইলেন এবং রোযা রাখিলেন যাবৎ উসফান নামক মঞ্জিলে পৌঁছিলেন। তথায় তিনি পানি আনাইলেন এবং আপন হাতের সীমা পর্যন্ত উহা উপরে উঠাইলেন যাহাতে লোকেরা উহা দেখে অতঃপর পান করিলেন। ইহার পর রোযা ভাঙ্গিতে রহিলেন যাবৎ না তিনি মক্কায় পৌঁছিলেন। আর ইহা ছিল রমযান মাসে।

ইবনে আব্বাস (রাঃ) বলিলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সফরে) রোযা রাখিয়াও ছিলেন এবং ভাঙ্গিয়াও ছিলেন। অতএব, যে চাহে রোযা রাখিতে পারে এবং যে চাহে ভাঙ্গিতে পারে। – মোত্তাঃ
كتاب الصوم
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ فَصَامَ حَتَّى بَلَغَ عُسْفَانَ ثُمَّ دَعَا بِمَاءٍ فَرَفَعَهُ إِلَى يَدِهِ لِيَرَاهُ النَّاسُ فَأَفْطَرَ حَتَّى قَدِمَ مَكَّةَ وَذَلِكَ فِي رَمَضَانَ. فَكَانَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ: قَدْ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَفْطَرَ. فَمن شَاءَ صَامَ وَمن شَاءَ أفطر

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা যায় যে, সফরে রোযা দিনের প্রথম হইতেও না রাখিতে পারে এবং প্রথম দিকে রাখিয়া পরেও ভাঙ্গিতে পারে।
হুযূর রমযানের দশ তারিখে মদীনা হইতে রওয়ানা হইয়াছিলেন এবং বিশ তারিখে মক্কায় পৌঁছিয়াছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান