মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০৬৩
- রোযার অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৬৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে বুসর তাঁহার ভগিনী সামমা হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা শনিবারে রোযা রাখিবে না তোমাদের প্রতি কোন নির্ধারিত রোযা ব্যতীত। যদি তোমাদের কেহ আঙ্গুর লতার ছাল অথবা গাছের কাঠ ছাড়া অপর কিছু না পায়, তাহা হইলে যেন উহা চিবাইয়াই (ঐ তারিখে) রোযা ভঙ্গ করে। —আহমদ, আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ্ ও দারেমী
كتاب الصوم
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ عَنْ أُخْتِهِ الصَّمَّاءِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَصُومُوا يَوْمَ السَّبْتِ إِلَّا فِيمَا افْتُرِضَ عَلَيْكُمْ فَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلَّا لِحَاءَ عِنَبَةٍ أَوْ عُودَ شَجَرَةٍ فَلْيَمْضُغْهُ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ والدارمي