মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২১০৭
- রোযার অধ্যায়
৯. তৃতীয় অনুচ্ছেদ - ইতিকাফ
২১০৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) প্রমুখাৎ নবী করীম (ﷺ) হইতে বর্ণিত আছে যে, তিনি যখন এ'তেকাফ করিতেন, তাঁহার জন্য মসজিদে তাঁহার বিছানা পাতা হইত এবং তথায় তাঁহার জন্য তাঁহার খাটিয়া স্থাপন করা হইত 'উস্তুওয়ানায়ে তওবা' বা অনুতাপের খুঁটির পিছনে। —ইবনে মাজাহ্
كتاب الصوم
عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ إِذَا اعْتَكَفَ طُرِحَ لَهُ فِرَاشُهُ أَوْ يُوضَعُ لَهُ سَرِيرُهُ وَرَاءَ أسطوانه التَّوْبَة. رَوَاهُ ابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
(ক) হুযূরের যমানায় মসজিদে নববীর ভিটি পাকা ছিল না। কাঁকর ঢালা ছিল। অতএব, খাটিয়া পাতার আবশ্যক হইত। (খ) সাহাবী হযরত আবু লুবাবা তবুকের যুদ্ধে যোগদান না করিয়া যে অপরাধ করিয়াছিলেন, তাহার অনুতাপে তিনি মসজিদে নববীর ভিতরকার একটি খুঁটির সাথে নিজকে জড়াইয়া একাধারে কাঁদিয়াছিলেন যাবৎ না আল্লাহর পক্ষ হইতে উহা ক্ষমার সংবাদ আসিয়াছিল। পরবর্তীকালে এই খুঁটিটি ‘উত্তওয়ানায়ে তওবা' বা অনুতাপের খুঁটি নামে প্রসিদ্ধ হয়।