মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১২০
- কুরআনের ফাযাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
২১২০। হযরত আবু উমামা (রাঃ) বলেন, আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তোমরা কোরআন পড়িবে। কেননা, উহা কেয়ামতের দিন উহার পাঠকদের জন্য সুপারিশকারীরূপে আসিবে। তোমরা দুই উজ্জ্বল সূরা বাকারা ও আলে ইমরান পড়িবে। কেননা, কেয়ামতের দিন ইহারা দুইটি মেঘখণ্ড অথবা দুইটি সামিয়ানা অথবা দুইটি পক্ষ প্রসারিত পক্ষী-ঝাকরূপে আসিবে এবং উহাদের পাঠকদের জন্য আল্লাহর নিকট অনুযোগ করিবে। বিশেষ করিয়া পড়িবে তোমরা সূরা বাকারা, কারণ, উহার অর্জন হইতেছে বরকত এবং বর্জন হইতেছে আক্ষেপ। উহা পড়িতে পারিবে না অলসরা। -মুসলিম
كتاب فضائل القرآن
اَلْفَصْلُ الْأَوَّلُ
عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُول: «اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ اقْرَءُوا الزَّهْرَاوَيْنِ الْبَقَرَةَ وَسُورَةَ آلِ عِمْرَانَ فَإِنَّهُمَا تَأْتِيَانِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُمَا غَمَامَتَانِ أَوْ كَأَنَّهُمَا غَيَايَتَانِ أَو فِرْقَانِ مِنْ طَيْرٍ صَوَافَّ تُحَاجَّانِ عَنْ أَصْحَابِهِمَا اقْرَءُوا سُورَةَ الْبَقَرَةِ فَإِنَّ أَخْذَهَا بَرَكَةٌ وَتَرْكَهَا حَسْرَةٌ وَلَا تستطيعها البطلة» . رَوَاهُ مُسلم