মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১৫৬
- কুরআনের ফাযাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৫৬। হযরত ইবনে আব্বাস ও আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ 'সূরা ইযা যুলযিলাত' (সওয়াবে) কোরআনের অর্ধেকের সমান, 'কুল হুওয়াল্লাহু' এক-তৃতীয়াংশের সমান এবং 'কুল ইয়া আইয়্যুহাল কাফিরূন' এক-চতুর্থাংশের সমান। – তিরমিযী
كتاب فضائل القرآن
وَعَن ابْن عَبَّاس وَأنس بن مَالك رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذا زلزلت)
تعدل نصف الْقُرْآن (قل هُوَ الله أحد)
تعدل ثلث الْقُرْآن و (قل يَا أَيُّهَا الْكَافِرُونَ)
تَعْدِلُ رُبْعَ الْقُرْآنِ . رَوَاهُ التِّرْمِذِيّ
تعدل نصف الْقُرْآن (قل هُوَ الله أحد)
تعدل ثلث الْقُرْآن و (قل يَا أَيُّهَا الْكَافِرُونَ)
تَعْدِلُ رُبْعَ الْقُرْآنِ . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
হাফেয তুরপেশতী বলিয়াছেন, হাদীসটি যয়ীফ। কেননা, ইহার রাবী আবু হুযায়ফা ইয়ামান ইবনে মুগীরা যঈফ আর ইমাম বুখারীর মতে মুনকার। ইহা অপর এক হাসান হাদীসের বিপরীত। উহাতে বলা হইয়াছে, সূরা ইযা ফুলযিলাত — সূরা কাফিরূনের ন্যায় কোরআনের এক-চতুর্থাংশের সমান। (তা'লীক)