মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৭২
- কুরআনের ফাযাঈল অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
২১৭২। (তাবেয়ী) হযরত মাকহুল (রঃ) বলিয়াছেন, যে ব্যক্তি জুমুআর দিনে সূরা আলে ইমরান পড়িবে, ফিরিশতাগণ তাহার জন্য রাত পর্যন্ত দো'আ করিতে থাকিবেন। উক্ত হাদীস দুইটি দারেমী রেওয়ায়ত করিয়াছেন।
كتاب فضائل القرآن
وَعَنْ مَكْحُولٍ قَالَ: مَنْ قَرَأَ سُورَةَ آلِ عِمْرَانَ يَوْمَ الْجُمُعَةِ صَلَّتْ عَلَيْهِ الْمَلَائِكَةُ إِلَى اللَّيْل. رَوَاهُ الدَّارمِيّ

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহর নবী ছাড়া যে কথা বলার অধিকার কাহারও নাই, সে কথা যদি কোন সাহাবী বা তাবেয়ী বলেন, তবে মনে করিতে হইবে যে, তিনি উহা তাঁহার নিকট হইতেই কোন সূত্রে অবগত হইয়া বলিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান